Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সিটিজেন চার্টার

 

 

১।

গভীরনলকূপস্থাপনদ্বারা

অত্র পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়নের৮টি গভীর নলকূপ স্থাপন ৪টি পুরাতন গভীরনলকূ পপূনঃ বাসনের মাধ্যমে বিদ্যুৎসংযোগ ও প্রতিটি গভীর নলকূপে ভূ-গভূস্থ সেচনালা নির্মান করে এলাকার কুষকদের ভর্তুকি মূলে সেচসুবিধা প্রদান করা হচ্ছে। ফলে কৃষকগণ উচ্চ ফলনশীল ফসল উৎপাদন করে আর্ধিকভাবে লাভবান হচ্ছে।

২।

হাইড্রোলিক ষ্ট্রাকচার কাম রেগুরেটর নির্মান করে

হাইড্রোলিক স্ট্রাকচার কামরেগুরেটর নির্মান করার ফলে এলাকার কৃষকগণ খালের প্রবাহমান পানি নিয়ন্ত্রন করে মাঠের ফসল উৎপাদন/ফসল রক্ষা করতে পারছে। অপরদিকে খালে ও বিলে মৎসপোনা ছাড়িয়া মৎস উৎপাদন করতে পারছে এবংপ্রাকৃতিক ভারসাম্য রক্ষা হচ্ছে।

৩।

খাসমজা খাল পূনঃখনন করে

খাস খাল সমূহ যেগুলি দীর্ঘদিন যাবৎ পরিচর্যার অভাবে ভরাট হয়ে বিল/মাঠের পানি প্রবেশ ও নিস্কাশনের অভাবে সেচ ও জলাবদ্ধতার জন্য ফসল উৎপাদনে বিঘ্নেরসুস্টি হচ্ছিল,সে সমম্ত খাস মজা খাল সমূহ পূনঃখনন করিয়া এলাকার জলাবদ্ধতাদুর ফসলে সম্পূরক সেচ প্রদানে এবং উৎপাদিত পাট পচনে সহায়তা প্রদান করা হচ্ছে।

৪।

গভীর নলকূপে ভূ-গর্ভস্থ সেচনালা নির্মান করিয়া

বিএডিসি কর্তৃক স্থাপিত ও পূনঃবাসনকৃত গভীর নলকূপ সমুহের সেচেরপানির অপচয় রোধ কল্পে এবং উত্তোলিত পানি অতি দ্রুত জমিতে পৌঁছাইয়া দেবার লক্ষে প্রতিটি গভীর নলকূপে ইউপিভিসি পাইপ দ্বারা/সিসিপাইপ দ্বারা ভূ-গর্ভস্থ সেচনালা নির্মান কাজ চলমানআছে। ফলে স্কীম ভূক্ত জমিতে সেচ প্রদানে পনির অপচয় রোধ হচ্ছেউত্তোলিত পানি দ্রুত জমিতে পৌছানো সম্ভব হচ্ছে এবং প্রধান প্রধান সেচনালা তৈরীতে যে জমি নষ্ট হতো তা না হয়ে উক্ত স্থানে ফসল উৎপাদিত হচ্ছে।

৫।

নেচ ও পানি ব্যবস্থাপনায় কৃষক প্রশিক্ষণনের মাধ্যমে

কৃষি ক্ষেত্রে গবেষনার মাধ্যমে উচ্চ ফলনশীল ফসলের জাত নির্বাচন, ফসল রোপন পদ্ধতি; রোগবালাই দমন, ইঁদুর দমন সহ সেচের পানির অপচয় রোধের উপর কৃষক,সেচযন্ত্র মালিক ও ম্যানেজারদের প্রশিক্ষন এর মাধ্যমে প্রশিক্ষত করে গড়ে তোলাহচ্ছে। ফলে কৃষকগনআধুনিক কৃষি সম্পর্কে ব্যাপক ধারনা পাচ্ছে এবং অধিক হারে উৎপাদন বাড়াতে পাড়ছে।

৬।

দক্ষ ম্যাকানিক ও ইলেকট্রিশিয়ান দ্বারা গভীর নলকূপ মেরামত করে।

বিএডিসি দ্বারা স্থাপিত ও পুরাতনগভীর নলকূপ সমূহযাহাতে সার্বক্ষনিক সেচ প্রদান কাজে ব্যবহার করা সম্ভব হয় সেজন্য বিএডিসি এর দক্ষ মেকানিক/সহকারী মেকানিক ও ইলেকট্রিশিয়ান সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে। যখনই কোন গভীর নলকূপে যান্ত্রিক ও বৈদ্যুতিক যে কোন ধরনের গোলযোগ দেখা দিলে তাৎক্ষনিক ভাবেই পাংশা বিএডিসি কতৃপক্ষ মেকানিকদ্বারা তা মেরামতের কার্যক্রম সফলভাবে চালাইয়া আসিতেছে। ফলে এলাকার কৃষকগণ সেচের পানি জনিত কোন সমস্যার সম্মুখিন হচ্ছে না।

৭।

সেচ ও সেচযন্ত্র সম্পর্কিত কারিগরী পরামর্শ প্রদান দ্বারা

অত্র পাংশা(ক্ষুদ্রসেচ) জোন দপ্তরের দক্ষ প্রকৌশলী ও কারিগর দ্বারা কালুখালীউপজেলার কৃষকগন যখন সেচও সেজযন্ত্র সম্পর্কিত কোন সমস্যা নিয়া আসেন সে বিষয়ে তাৎক্ষনিক ভাবে তা সমাধান করার আপ্রান প্রচেষ্টা অব্যহত আছে।

যথা সময়ে সেবা পাওয়া না গেলে যার সহায়তা চাইবেনঃ

সহকারী প্রকৌশলী(ক্ষুদ্রসেচ)

বিএডিসি, পাংশা,রাজবাড়ী।

ফোনঃ ০৬৪২৪-৭৫২১৭

 

চুড়ান্তভারে নিষ্পত্তি না হলে বা সময়মত সহায়তা পাওয়া না গেলে যার কাছে অভিযোগ করবেনঃ

নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) বিএডিসি, রাজবাড়ী রিজিয়ন।

০৬৪১-৬৫৪৫২.